রূপগঞ্জে সড়কের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ 

  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতাঃ | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৪:৩১ পিএম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা-মুড়াপাড়া সড়কের রাস্তার পাশে লাগানো সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২২ মার্চ) উপজেলার ভুলতা ইউনিয়নের ছোনাবো এলাকার জয়নালের ছেলে নাসিরের নেতৃত্বে ১ লক্ষাধিক টাকার ৪টি কড়ই গাছ কেটে নেওয়া হয় বলে জানান স্থানীয়রা। 

খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে আসলে গাছ কাটার লোকজন দ্রুত পালিয়ে যায়। 

স্থানীয়রা জানান, ‘সরকারি বনায়নের অংশ হিসেবে এ উপজেলার বিভিন্ন সড়কের পাশে গাছ রোপণ করা হয়। তারই ধারাবাহিকতায় বিগত ৩০ বছর পূর্বে ভুলতা-মুড়াপাড়া এ সড়কের উভয় পাশে সরকারি উদ্যোগে বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়েছিল। নাসির মিয়া জোরপূর্বকভাবে সড়কের পাশে লাগানো ওই গাছ কাটতে শুরু করে। আমরা সাংবাদিকদের খবর দিলে গাছ কাটার লোকজন ২টি গাছ কেটে দ্রুত পালিয়ে যায়।একদিন আগে রাস্তা সংস্কারের কথা বলে একইস্থানে রোপণ করা অর্ধ শতাধিক কলা গাছ জোরপূর্বক কেটে ফেলেছে নাসির।’ 

তবে নাসির মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো সরকারি গাছ কাটিনি। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, সরকারি গাছ কাটার বিষয়ে আমি অবগত না। তবে যারা সরকারি গাছ কেটে নিচ্ছে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আইএ