নলকূপ মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪, ০৯:২২ পিএম

পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় বাড়িতে নলকূপ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত  হয়ে হৃদয় বর্মন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার দিলপাশার ঘোষপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবক ওই গ্রামের মৃত নবদ্বীপ বর্মনের ছেলে। 

দিলপাশার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান অশোক কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির নলকূপ দিয়ে পানি না ওঠায় বিকেল চারটার দিকে সেটি মেরামতের কাজ করছিলেন হৃদয় বর্মন। এ সময় নলকূপের ভেতরের লোহার বড় রডটি হাত দিয়ে টেনে তুলছিলেন তিনি। এক পর্যায়ে বাড়ির ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক লাইনের সঙ্গে লোহার রডটির স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে পড়েন হৃদয়। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানান কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মৃত্যুর ঘটনাটি তাঁর জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে বিষয়টি দেখবেন। 

এমএস