ঈদের আগে সেনাবাহিনীর উপহার পেল ১২০০ পরিবার

  • কক্সবাজার প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪, ০৩:৩৪ পিএম

কক্সবাজার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের রামুতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে রামু মিঠাছড়ি চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন ৬৫ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার এম এ সাদী।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, আধা কেজি লবণ, ৩ কেজি আলু এবং ২ প্যাকেট সেমাই।

[220858]

তিনি বলেন, সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের দিকনির্দেশনা ও ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পবিত্র রমজান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর কক্সবাজার অঞ্চলের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত অসহায় ও হতদরিদ্র পরিবারের ১২০০ সদস্যের মাঝে প্রীতি উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপহার পেয়ে তারা খুশি হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশের আপামর জনগণের পাশে থেকে কাজ করে আসছে।

এমএস