আমতলী ও তালতলী উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করলেন যারা 

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৯, ২০২৪, ০৭:২৭ পিএম

বরগুনা: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ৪র্থ ধাপে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় ২২ জনে মনোনয়ন পত্র জমা প্রদান করেছে। বৃহস্পতিবার (৯ মে) রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাসের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়ন পত্রের লিখিত কপি দাখিল করেন।

আমতলী সদর উপজেলায় যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে এডভোকেট এম এ কাদের মিয়া, আলতাফ হাওলাদার এলমান উদ্দিন আহমেদ সুহাদ, গোলাম সরোয়ার ফোরকান ও অ্যাডভোকেট মোশাররফ হোসেন মোল্লা। 

ভাইস চেয়ারম্যান পদে এ কে এম শামসুদ্দিন শানু, নাজমুল হাসান সোহাগ, মোয়াজ্জেম হোসেন খান, অ্যাডভোকেট মঈন পাহলান। 

ভাইস চেয়ারম্যান মহিলা পদে মাকসুদ আক্তার জোসনা, তামান্না আফরোজ মনি, জেসিকা তারতিলা জুথি।

[223001]

তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান রেজবি উল কবির জমাদ্দার, তার স্ত্রী সুমী জমাদ্দার, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক।  
ভাইস চেয়ারম্যান পদে দুলাল ফরাজী, খলিলুর রহমান, ইমতিয়াজ হোসেন নয়ন বেপারি ও রেজাউল ইসলাম। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিকা নাজনিন ও কামরুন নাহার সাথী। 

রিটার্নিং কর্মকর্তা শুভ্রা দাস বলেন, ৪র্থ ধাপের নির্বাচনে আমতলী ও তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে ২২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ১২ মে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। 

এমএস