নান্দাইলে আইসক্রিম বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার 

  • নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৪, ২০২৪, ০৮:৫৩ পিএম

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় আওলাদ হোসেন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের সুনামখালি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আওলাদ পেশায় একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে আওলাদ হোসেন স্ত্রী-সন্তান নিয়ে রাতের খাবার খান। তারপর সবাই ঘুমিয়ে পড়েন।সকালে স্ত্রী তাসলিমা বেগমের ঘুম ভাঙলে দেখেন আড়ার সাথে তার স্বামী ফাঁসিতে ঝুলছে। এ দৃশ্য দেখে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। তারপর থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়।

স্ত্রী তাসলিমা বেগম জানান, দুই বছর ধরে প্রতিবেশীর সাথে তার স্বামীর জমিজমা নিয়ে মামলা চলছে। এ নিয়ে তার স্বামী হতাশায় ভুগছিলেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাসেম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

আইএ