প্রশাসনের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • মাদারীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৫, ২০১৬, ০৬:১৯ পিএম

মাদারীপুরে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে নসিমন, ইজিবাইকসহ সকল অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মালিক-শ্রমিকদের সঙ্গে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস মহাসড়কে অবৈধ যান চলাচলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে ধর্মঘট তুলে নেয়া হয়।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ভুইয়া জানান, মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলে প্রশাসন ব্যবস্থা নিবে। এই আশ্বাসের পরিপেক্ষিতে তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে মহাসড়কে নসিমন, ইজিবাইকসহ অবৈধ যান চলাচলসহ ৫ দফা দাবিতে  আন্তঃজেলা বাস-মিনিবাস সমিতির কার্যালয়ে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খায়রুল হাসান নিটুল সংবাদ সম্মেলনের মাধ্যমে বুধবার (৫ অক্টোবর) ভোর থেকে এই ধর্মঘটের ডাক দেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম