গৌরনদীতে সড়ক দুর্ঘটনা, ব্যবসায়ী নিহত

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৬, ০৪:২২ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের গৌরনদীতে আসবাবপত্রবাহী পিকআপ ভ্যান উল্টে ঠাকুর মণ্ডল (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ঠাকুর মণ্ডলের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার গুয়াগাছা দত্তপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত বৃন্দাবন মণ্ডলের ছেলে। আজ শনিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার গাইনেরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই অশোক কুমার জানান, বেলা ১২টার দিকে গৌরনদী বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেলায় বিক্রির জন্য মাদারীপুর থেকে ফার্নিচার বোঝাই করে পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৪-২৩৪১) গৌরনদীর উদ্দেশে রওনা দেন ঠাকুর মণ্ডল। দুপুর ১টার দিকে তিনি উপজেলার গাইনেরপাড় নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি মহাসড়কের উপর উল্টে পড়ে। এ সময় ফার্নিচারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ঠাকুর মণ্ডল।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠায়। পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর