টাঙ্গাইলে নিহত দুই জঙ্গি রাজশাহীর

  • টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৬, ১০:৩০ পিএম

টাঙ্গাইলের কাগমারা মির্জামাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে নিহত দুই জঙ্গির পরিচয় জানিয়েছে র‍্যাব।  নিহত ওই দুজনের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। শনিবার (৮ অক্টোবর)  সকালে ওই এলাকার আজাহার মাস্টারের বাড়িতে অভিযান চালালে দুই ‘জঙ্গি’ নিহত হয়।

র‍্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, নিহত দুই জঙ্গি হলো- আতিকুর রহমান ও সাগর হোসেন। দুজনেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। আতিকুরের বাবার নাম লতিফুর রহমান। চারঘাটের নিমপাড়া গ্রামে তাঁদের বাড়ি। আর সাগরের বাবার নাম জুনায়েদ হোসেন।

আতিকুর ও সাগরের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, শহরের পৌর এলাকা কাগমারার মির্জাবাড়ির মাঠের কাছে তিনতলা একটি ভবনে অভিযান চালালে জঙ্গিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পর পরই তিনতলা ওই ভবনটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রাখেন।

তিনতলা বাড়িটিতে র‍্যাবের অভিযান বিকেল ৩টার দিকে শেষ হয়। প্রায় সাড়ে চার ঘণ্টার এ অভিযানের বিষয়ে বিকেল ৪টার দিকে র‌্যাবের পক্ষ থেকে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম