ডিবি পুলিশ পরিচয়দানকারী ৯ প্রতারক গ্রেপ্তার

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৬, ০৬:৪৮ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয় দেয়া ৯ প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাপ, খেলনা পিস্তল, ভুয়া ডিবির ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। আজ বুধবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেয়া ডিবির এসআই মোল্ল্যা টুটুল, এসআই জাহাঙ্গীর, এসআই মফিজুল ইসলাম জানান, আজ বুধবার দুপুরে ভূইগড় এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের ভুয়া এসআই পরিচয়দানকারী বাছেদ আলম বাসার ওরফে হাবিবুল্লা (বাসার) ওরফে দারোগা বাসারকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে ২ নারী সদস্যসহ আরো ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- সোহেল রানা (৩২), আসাদউল্লাহ (৩০), আবু বক্কর সিদ্দিক (৪৫), আরিফ (২৪), সোনিয়া (২৩) ও রানী বেগম (২৪)।

এ ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর কবির হোসেন নামক এক মাছ ব্যবসায়ীকে এই প্রতারক চক্র ডিবি পুলিশের পরিচয় দিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে তার পরিবারের কাছ থেকে। পরে কবির হোসেন বিষয়টি ডিবিকে জানায়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর