জাতীয় ফুটবল লীগ অনূর্ধ্ব-১৫ বরিশাল জোন গড়াল বরগুনা স্টেডিয়ামে 

  • বরগুনা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৮:৫০ পিএম

বরগুনা: ইউসিবি বাফুফে অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লীগ ২০২৫ বরিশাল জোন উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ২টায় বরগুনা স্টেডিয়ামে লীগের উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ পিপিএম। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। 

[248464]

উদ্বোধনী খেলায় পিরোজপুর জেলা দল ১-০ গোলে ঝালকাঠি জেলা দলকে পরাজিত করে। দিনের অপর খেলায় বরিশাল জেলা দল ৫-১ গোলে পটুয়াখালী জেলা দলকে পরাজিত করে। 

টুর্নামেন্টে বরিশাল বিভাগের ৬টি জেলা অংশগ্রহণ করছে। আগামী ৫মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে গ্রুপ পর্যায়ে শীর্ষস্থান দখলকারী দুই জেলার মধ্যে। 

এআর