মাঠে পড়ে ছিলো স্ত্রীর লাশ, গাছে ঝুলন্ত স্বামী

  • বেনাপোল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০১:৫৬ পিএম

যশোর: যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর মাঠ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করছে পুলিশ। স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা তবে পুলিশ বলছে ময়ন্ততদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রীর লাশ বাড়ির পাশের মাঠ থেকে এবং স্বামীর লাশ বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহানা খাতুন (৪৫)। এই দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। 

বেনাপোলের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ঘটনায় পরিবারের চলছে শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছে নিহতের সন্তানেরা। বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

আইএ