সাতক্ষীরায় দায়ের কোপে মায়ের মৃত্যু

  • সাতক্ষীরা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৬, ১২:৫৩ পিএম

সাতক্ষীরায় দুই ছেলের মারামারি ঠেকাতে গিয়ে দায়ের কোপে ওই সহোদরের মা যমুনা বেগম (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা উপজেলার বেতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যমুনা বেগম (৪৫) সদর উপজেলার লাবসা ইউনিয়নের বেতলা গ্রামের সবুর সরদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, পিতার নামে থাকা আড়াই কাঠা জমি বোনের নামে লিখে দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে বাক বিতণ্ডায় লিপ্ত হয় বড় ছেলে নাজমুল ও ছোট ছেলে আলমগীর। তারা দা নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে মা যমুনা বেগম ঠেকাতে যান। এ সময় দায়ের কোপে গুরুতর জখম হন যমুনা বেগম। তাকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা ঘটনাটি নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ