গৌরনদীতে কৃষি সচেতনতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৮:০১ পিএম

বরিশাল: গৌরনদীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’। কৃষি ও পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষির অগ্রযাত্রা নিয়ে আয়োজিত এ কংগ্রেসে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

বুধবার (১৮ জুন) গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ২০২৪-২০২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকান্দার আলী শেখ। 

[251181]

অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার আফসানা রাখি,উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, গৌরনদী প্রেসক্লাব আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির।

অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত ভিডিওচিত্রে তুলে ধরা হয় পার্টনার প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, কৃষিপণ্যের সঠিক মূল্য নির্ধারণ, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা এবং টেকসই কৃষি প্রযুক্তির গুরুত্ব। 

কর্মসূচির শেষভাগে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে কৃষি সামগ্রী বিতরণ করা হয়।

এআর