ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০২৫, ১০:১১ পিএম

ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুরিয়ার ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শ্যামলী বাংলা পরিবহনের বাসটি হালুয়াঘাট থেকে ঢাকায় যাচ্ছিল। আর মাহিন্দ্রাটি ফুলপুর থেকে হালুয়াঘাট যাচ্ছিল।

[251313]

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মাহিন্দ্রাটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা খায়। মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় যাত্রী মারা যান। পাঁচজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এআর