নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ ৭ জন ডাকাত কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত ৬ জুলাই ভোর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চনপাড়া এলাকার আকরাম হোসেন, আইয়ুব আলী, ইসহাক মিয়া, রুবেল মিয়া, ইউনুস আলী, কামাল হোসেন ও রাজু খন্দকার।
[252256]
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেখানে যৌথবাহিনী অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা চাইনিজ কুড়াল, ছুরি, চাপাতি-সহ দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের কে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এআর