ব্যবসায়ী সোহাগ হত্যা ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল 

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৬:৪৮ পিএম

পিরোজপুর: যুবদল নেতাকর্মী কর্তৃক ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার এবং সারাদেশে ক্রমবর্ধমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে পিরোজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১২ জুলাই) বিকেলে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। 

‎মিছিলে পিরোজপুরের সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা সোহাগ হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

[252535]

‎বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জুলাই যোদ্ধা সদস্য সচিব তাহমীদ আল নাসীব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আফরোজা তুলি এবং জাতীয় নাগরিক পার্টির যুব শক্তির একেএম জাবিদ হাসান।

‎বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত হত্যা, খুন, ধর্ষণসহ নানা অপরাধ বেড়েই চলেছে। সাধারণ মানুষের জানমাল আজ নিরাপদ নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

‎উল্লেখ্য, গত চলতি মাসের (০৯ জুলাই) যুবদল নেতা এবং কর্মীদের হাতে নৃশংসভাবে খুন হন স্থানীয় ব্যবসায়ী সোহাগ, যা পিরোজপুরসহ সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। 

এআর