স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৩:১১ পিএম

বরিশাল : দুর্নীতি, অনিয়ম, টেস্ট বাণিজ্য ও দায়িত্বে গাফিলতির অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা হাসপাতাল রোডে ‘সর্বস্তরের জনতা’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন শেষে আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে মহাসড়কের প্রায় দুই কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।

মানববন্ধন ও অবরোধে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, ছাত্রনেতা সাব্বির হোসেন, মোর্শেদ হাসান ও সানাউল হোসেনসহ অনেকেই।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ডা. মনিরুজ্জামান কমিশন আদায়ের উদ্দেশ্যে টেস্ট বাণিজ্যে লিপ্ত ছিলেন এবং দালালচক্র দিয়ে মানুষকে হয়রানি করতেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হলেও স্বাস্থ্য অধিদপ্তর ব্যবস্থা নেয়নি, ফলে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন।

বিক্ষোভ চলাকালীন সময়ে অভিযুক্ত চিকিৎসক কৌশলে হাসপাতাল ত্যাগ করেন। পরে বিক্ষোভকারীরা তার কুশপুত্তলিকা দাহ করেন।

অবরোধ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন ও পুলিশের সদস্যরা। তবে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কর্মকর্তার প্রত্যাহারের আশ্বাস পাওয়ার পর।

এদিকে, অভিযোগের বিষয়ে ডা. মনিরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পিএস