গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে পোস্ট, দিনাজপুরের এএসপি প্রত্যাহার

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৯:১২ এএম

দিনাজপুর : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সমাবেশে হামলার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ট্রল করে পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) রাতে তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রধান ফটকে বিক্ষোভ করেন তারা। 

এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোশফেকুর রহমানের নিজস্ব ফেসবুক আইডি থেকে গোপালগঞ্জে এনসিপির সভায় বিপ্লবীদের ওপর হামলার ঘটনায় ট্রল করে একটি পোস্ট দেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি লেখেন, ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।

পিএস