নারায়ণগঞ্জ: রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই যুবক আহতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার কয়েকশত নারী-পুরুষ ও শিশুরা মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন ও তার সহযোগীরা মাহনা, গোলাকান্দাইল, সাওঘাট, আধুরিয়া, ভুলতা এলাকাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে মাদক ব্যবসায় বাধা দেওয়া ও প্রতিবাদ করায় একই এলাকার রাহাত মোল্লা ও তৌহিদের উপর স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন সহ একদল সন্ত্রাসী রামদা, ক্ষুর, লোহার রড, বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
[253220]
রাহাত ও তৌহিদুল কে হত্যার উদ্দেশে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাদেরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম জানান এঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআর