চাঁদপুর: চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি ও ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান লস্করের গ্রেপ্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।
বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ গ্রেপ্তারকে “ষড়যন্ত্রমূলক” ও “প্রতিহিংসামূলক” বলে আখ্যায়িত করছেন।
জানা গেছে, সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মতলব উত্তর উপজেলার নিজ এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। জেলা ডিবির ওসি মো. মজিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে আইনি প্রক্রিয়ার জন্য তাকে মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, এক গরু ব্যবসায়ী আহম্মদ উল্লাহ থানায় আব্দুল মান্নান লস্করের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ এনে মামলা করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে, বিএনপির নেতাকর্মীরা এ গ্রেপ্তারকে বিনা কারণে একজন নিবেদিত রাজনীতিককে হয়রানি হিসেবে দেখছেন। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার তার ফেসবুক আইডিতে লিখেছেন, চাঁদপুর জেলা বিএনপি'র সদস্য, ছেংগারচর পৌর বিএনপি'র সহ-সভাপতি এবং বাজার বণিক সমিতির সভাপতি মান্নান লস্করকে ষড়যন্ত্র ও প্রতিহিংসামূলকভাবে আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি।
[253627]
জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনরত যেকোনো বলিষ্ঠ কণ্ঠকে দমাতে তারা পুরনো কৌশলেই ফিরেছে। মান্নান ভাই নির্যাতিত নেতা, তার পাশে আমরা আছি।
এদিকে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি বলেন, দলীয় পরিচয়ে একজন সফল সংগঠক, ব্যবসায়ী নেতা ও সমাজসেবককে হেনস্তা করে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা হচ্ছে। এভাবে জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না।
বিএনপি নেতারা বলছেন, মান্নান লস্কর বিগত ১৭ বছর ধরে আওয়ামী সরকারের সময় বারবার নির্যাতিত হয়েছেন, তাকে বহুবার জেল-জুলুম সহ্য করতে হয়েছে। কিন্তু কখনো দলের আদর্শ থেকে বিচ্যুত হননি।
এ বিষয়ে মতলব উত্তরসহ গোটা চাঁদপুর জেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত মান্নান লস্করের মুক্তি দাবি করছেন এবং বলছেন, নির্যাতনের মাধ্যমে আন্দোলন থামানো যাবে না।
এআর