চাঁদপুর: মতলব উত্তরে মাদক সেবনের অভিযোগে ৬ যুবককে আটক এবং তাদের পরিবারের কাছ থেকে টাকা দাবির অভিযোগে পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর এবার নতুন মোড় নিয়েছে ঘটনা। থানায় ডেকে নেয়া টাকার একটি অংশ অবশেষে ফেরত দিয়েছে সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তা।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় ছেংগারচর পৌরসভার বারোআনী এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ১৮ থেকে ২০ বছর বয়সী ছয় যুবককে আটক করেন এএসআই এএসআই সাজেদুর রহমান ও রবিউল ইসলাম।
অভিযানের সময় ১ পিস ইয়াবা উদ্ধারের কথা জানায় পুলিশ। পরদিন (১ আগস্ট) আইনের ৩৪ ধারায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
তবে পরিবারের দাবি, আটককৃতদের ‘কিশোর গ্যাং’ বা মাদক আইনে মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। পরিবারগুলো টাকা দিতে বাধ্য হয়।
এ বিষয়ে সংবাদ প্রকাশের আগে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম জানান, বিষয়টি তার জানা ছিল না এবং তিনি তদন্ত করছেন।
[253928]
রোববার (২ আগস্ট) জানা যায়, থানা থেকে একজন লোক ডেকে পাঠিয়ে পুলিশের নেওয়া টাকার একটি বড় অংশ ফেরত দিয়েছেন অভিযুক্ত দুই এএসআই।
এ বিষয়ে পুলিশের উচ্চ পর্যায়ের কোনো মন্তব্য পাওয়া না গেলেও স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।
সচেতন মহল মনে করছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের আড়ালে যদি পুলিশ সদস্যরাই যদি জড়িয়ে পড়েন, তবে তা দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থার জন্য উদ্বেগজনক। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির জানান, বিষয়টি আমি গণমাধ্যম কর্মীদের কাছ থেকে শুনেছি। ঘটনার সত্যতা পেলে এসপি স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআর