পটুয়াখালী: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আবারও উত্তাল হয়ে উঠেছে সাগর। বিশাল ঢেউয়ে টিকতে না পেরে ইলিশ শিকারে যাওয়া জেলেরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে এসেছে পটুয়াখালীর মহিপুর, আলিপুর ও কুয়াকাটা উপকূলের বিভিন্ন মৎস্য বন্দরে।
মৌসুমের শেষভাগে এসে জালে প্রচুর ইলিশ ধরা পড়লেও দুর্যোগের কবলে পড়ে তাদের মাছ শিকারের স্বপ্ন ভেস্তে যাচ্ছে বারবার।
রোববার সন্ধ্যা থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করলে ভোর থেকেই জেলেরা সাগর ছেড়ে উপকূলে ফিরে আসেন। এর আগে টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নতুন করে ইলিশ আহরণ শুরু করেছিলেন। কিন্তু গত দুই মাসে একের পর এক দুর্যোগে পড়ে তাদের ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসতে হয়েছে।
[254855]
মৎস্য বিভাগ জানিয়েছে, লঘুচাপের কারণে সাগরে একের পর এক উঁচু ঢেউ আছড়ে পড়ছে। সোমবার সকাল পর্যন্ত মহিপুর ও আলিপুর মৎস্য বন্দরে হাজার হাজার ট্রলার নোঙর করেছে। চলতি মৌসুমে ইতোমধ্যে অন্তত পাঁচবার দুর্যোগের মুখে পড়তে হয়েছে জেলেদের।
স্থানীয় জেলে মো. রাকিব হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা আর বারবার প্রাকৃতিক দুর্যোগে আমরা নিঃস্ব হয়ে গেছি। যখনই ইলিশ ধরা শুরু করি, তখনই সাগরে বিপদ নেমে আসে।
মহিপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সহ-সভাপতি রাজু আহমেদ রাজা জানান, খারাপ আবহাওয়ার কারণে বর্তমানে কোনো ট্রলার সাগরে নেই। গত দুই দিনে হাজারো ফিশিং ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরেছে। এতে জেলে, ট্রলার মালিক ও আড়ৎদাররা কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন।
এআর