হিলি স্থলবন্দর দিয়ে চালের আমদানি বাড়ায়, কমেছে দাম

  • হিলি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:৩৬ পিএম

দিনাজপুর: হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে ৩ থেকে ৪ টাকা। যেখানে এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৬৯ থেকে ৭১ টাকা কেজি দরে, সেখানে বর্তমান চাল বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৬ টাকা কেজি দরে। 

চাহিদার তুলনায় আমদানি বাড়ায় দামটা কমতে শুরু করেছে বলে জানান আমদানিকারকরা। এদিকে সরবরাহ ঠিক থাকলে দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে জানান পাইকাররা। অপরদিকে আমদানি করা চাল বাজারজাত করার জন্য দ্রুত ছাড়করণ করা হচ্ছে বলে জানান কাষ্টমস কতৃপক্ষ।

আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম উর্ধ্বগতি হওয়ায় বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার ভারত থেকে চাল আমদানির অনুমতি  দেওয়ায় ১২ আগস্ট থেকে চাল আমদানি শুরু করেন আমদানিকারকরা। 

প্রথমদিকে ৪০ থেকে ৫০ ট্রাক করে আমদানি হলেও এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ১শ’য়ের ওপর। ইতোমধ্যে আমদানির সুফল পেতে শুরু করেছে ক্রেতাসাধারণ। জাত ও মান ভেদে দাম কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। এ বন্দর দিয়ে নন বাসমতি জাতের সম্পাকাটারি, স্বর্ণা-৫ ও সম্পাকাটারি চাল আমদানি হচ্ছে। 

[256010]

তবে চাহিদা বেশি থাকায় সম্পাকাটারি জাতের চাল বেশি আমদানি হচ্ছে। চালের আমদানি বাড়ায় কমতে শুরু করেছে দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে ৩ থেকে ৪ টাকা। যেখানে এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৬৯ থেকে ৭১ টাকা কেজি দরে,সেখানে বর্তমান চাল বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৬ টাকা কেজি দরে। চাহিদার তুলনায় আমদানি বাড়ায় দামটা কমতে শুরু করেছে বলে জানান আমদানিকারকরা। তবে আমদানিকারকের দাবি, তুলানামূলক পাইকারপত্র না আসায় লোকশানে চাল বিক্রি করতে হচ্ছে।

কয়েকজন পাইকার বলেন, আমরা প্রতিদিন চাল কিনে মোকামে পাঠাই। তবে বর্তমান চালের সরবরাহ অনেক বেশি হওয়ায় দাম কমতে শুরু করেছে। কিন্তু ভালো চালের ভালো দাম রয়েছে। আর নিম্ন দামের চালগুলো কেজিতে কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। এদিকে সরবরাহ ঠিক থাকলে দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে জানান পাইকাররা।

হিলি শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, এদিকে হিলি কাস্টমস জানায় ১২ আগস্ট থেকে এই বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এখন পর্যন্ত ৯৪৯ টি ভারতীয় ট্রাকে ৪০ হাজার ৩১৯ টন চাল আমদানি হয়েছে।

এআর