ঝালকাঠি : ঝালকাঠির কাঁঠালিয়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি কিশোর মো. হুমায়ুন খানকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, শনিবার (৪ অক্টোবর) রাতে ঢাকার আহসান মঞ্জিল এলাকার সামনের সড়ক থেকে কাঁঠালিয়া থানার এসআই আল-আমিনের নেতৃত্বে ঢাকা কোতয়ালী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
১৭ বছরের ওই কিশোর উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের কাঠ মিস্ত্রী আবদুল কুদ্দুস খানের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
মামলার বরাদ দিয়ে পুলিশ জানায়, ১৩ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটির মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। মেয়ে ঘরে একা থাকে। সে সুযোগে বিভিন্ন প্রলোভনে গত ১৫ মার্চ বাড়ির পাশের একটি বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে একই এলাকার ওই কিশোর। পরে আরও একাধিকবার ধর্ষণের শিকার হয় বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটি। এতে সে অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে কিশোর পালিয়ে যায়।
ওসি মংচেনলা আরও জানান, ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পিএস