চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আলোচিত জোড়া হত্যা মামলার দুই আসামিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১২, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (সিপিসি-৩), মেহেরপুর এবং র্যাব-৪, সদর কোম্পানি, মিরপুর, ঢাকার একটি যৌথ দল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে শরিফুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাবতলী গরুর হাট এলাকা থেকে জসিম উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত দু'জনই চুয়াডাঙ্গা'র জীবননগর থানার উথলী (বড় মসজিদপাড়া) গ্রামের সইদার হোসেনের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডের পর থেকে তারা এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিল।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিএস