ঠিকাদারির অব্যবস্থাপনায় রাজশাহীর ৪০০ বিঘা ফসল পানির নিচে

  • রাজশাহী ব্যুরো: | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৬:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ঢাকা: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় টানা বর্ষণে প্রায় চারশত বিঘা কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা অভিযোগ করেছেন, রাজশাহী ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠান জিল্লুর এন্ড কোং-এর অব্যবস্থাপনার কারণে এ ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাব্দিপুর এলাকার পাঁচগাছি বিলের পানি নিষ্কাশনের জন্য ব্রিজটি নির্মিত হয়েছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কোনো পূর্বঘোষণা বা বিকল্প ব্যবস্থা ছাড়া ব্রিজটি মাটি ও নির্মাণ সামগ্রী দিয়ে বন্ধ করে রেখেছে। ফলে জমিতে বৃষ্টির পানি জমে ফসল তলিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, তারা বারবার পানি নিষ্কাশনের ব্যবস্থা করার অনুরোধ করলেও প্রতিষ্ঠানটির কর্মীরা প্রতিবাদে নামা সাধারণ কৃষকদের ওপর হামলা চালিয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

এলাকার মানুষ প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল। তিনি জানিয়েছেন, ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ