সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার দয়াময়ীর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সিলেট থেকে ঢাকাগামী ‘এনা পরিবহণ’ ও ‘ইউনিক পরিবহণ’-এর সঙ্গে বিপরীত দিক (গাইবান্ধা) থেকে আসা সিলেটগামী ‘শ্যামলী পরিবহণ’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় দ্রুতগতির তিনটি বাসের এই সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় তা দ্রুত স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসগুলো রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এম
এম