নির্বাচনের সাথে দেশের ও আন্তর্জাতিক ভাবমূর্তি জড়িত: ইসি সানাউল্লাহ

  • চাঁদপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: সংগৃহীত

চাঁদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের সামগ্রিক ভাবমূর্তি, অর্থনৈতিক অবস্থা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদার সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, এই আসন্ন নির্বাচন জাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ নির্বাচনের ফলাফল ও প্রক্রিয়ার ওপর নির্ভর করছে দেশের গণতান্ত্রিক ইমেজ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সম্মান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ প্রবাহ এবং কর্মসংস্থানের ক্ষেত্রও এ নির্বাচনের সঙ্গে গভীরভাবে যুক্ত।

তিনি আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক রীতিনীতি যথাযথভাবে অনুসরণ করা গেলে অতীতের অনেক অবাঞ্ছিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হতো। নির্বাচন কমিশন কোনোভাবেই সেই ধরনের ঘটনার পুনর্ঘটনা দেখতে চায় না।

এ প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে জানান, সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো প্রকার চাপ, প্রভাব বিস্তার কিংবা একপেশে নির্দেশনা দেওয়া হবে না। একটি অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার। এতে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসবিআর