এবার উজিরপুরে বোমা ফাটিয়ে ডাকাতি, নিহত ১

  • নিজস্ব প্রতিবেদক, বরিশাল | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৬, ০৭:৪২ পিএম

বরিশাল: এবার বরিশালের উজিরপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পাইকারী মাছের আড়তে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সোহরাব বেপারী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এঘটনায় আহত হন ২০ জন।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার হারতা বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার একদিন আগে সোমবার (২১ নভেম্বর) রাতে ঝালকাঠি শহরের একটি স্বর্ণের দোকানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণালঙ্কার লুটপাট চালায় একদল ডাকাত। সেই ঘটনার একদিনের মাথায় এবার পাশ্ববর্তী জেলা বরিশালের উজিরপুরে ঘটলো এ ডাকাতির ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানায়- ডাকাতদল স্পীডবোটে এসে বোমা ও গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এক পর্যায়ে নগদ ৫০ লক্ষাধিক টাকা নিয়ে ফের সন্ধ্যা নদী ধরে পালিয়ে যায়। সেই বোমা হামলার শব্দ শুনে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে সোহরাব বেপারী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন ২০ জন। তাদের মধ্যে সুশান্ত বিশ্বাস সুষেণ (৪০) নামে এক ব্যক্তির অবস্থা গুরুতর।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. হরেন রায় জানান, বানারীপাড়ার দিক থেকে সন্ধ্যা নদীতে একটি স্পীডবোটে ৬ থেকে ৭ জন ডাকাত হারতা মাছের বাজারে উঠেই ১০ থেকে ১২ টি বোমা ও গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় মাছ বিক্রেতা ও আড়দদারা জীবন বাঁচাতে এদিক-ওদিন ছোটা-ছুটি শুরু করেন। সেই সুযোগে ডাকাতরা নগদ টাকা লুট করে স্পীডবোট যোগে পূর্ব দিক বলতে বানারীপাড়ার দিকে চলে যায়।’  ইউপি চেয়ারম্যান আরও বলেন, হারতা পাইকারী মাছের বাজারে ২০টির বেশি আড়ত রয়েছে। গড়ে এখানে কোটি টাকার বেশি বেচা কেনা হয়।

ওই বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী  দিলীপ মন্ডল জানান, ডাকাতদল বাজারে উঠেই বোমাও গুলি ছুড়লে ২০ আহত হন। এসময়  মাছ ব্যবসায়ী সোহরাব বেপারীর গদি থেকে ১৫ লাখ টাকাসহ অর্ধ কোটি টাকার বেশি নিয়ে ফের নদী পথে চলে যায় ডাকাতরা।
 
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, তারা ব্যস্ত আছেন ডাকাতদের পাকড়াও করার জন্য। আহত বা লুটে নেয়া টাকার পরিমাণ ঘটনাস্থলে গিয়ে জেনে জানানো যাবে।

বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি


সোনালীনিউজ/ঢাকা/আকন