বরিশালে ডাকাতি

ফাঁড়ির ইনচার্জ বরখাস্তসহ ৯ পুলিশ প্রত্যাহার

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৬, ১১:৫৯ এএম

বরিশালের উজিরপুরের হারতা বাজারের মৎস্য আড়তে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় ঘটনাস্থল সংলগ্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে আরও ৯ পুলিশ সদস্যকে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত পৌঁনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) এসএম আক্তারুজ্জামান।

তিনি জানিয়েছেন, দায়িত্বে অবহেলার কারণে হারতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাফফরকের সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওই ফাঁড়িতে দায়িত্বরত ৯ পুলিশ সদস্যকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে।’ফাঁড়িটি রেঞ্জ রিজার্ভ ফোর্সের আওয়াতাধীন ছিল বলে জানিয়েছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বোমা বিষ্ফোরণ ও ককটেল ফাটিয়ে উপজেলার হারতা উত্তরপার বাজারের ২৯টি মৎস্য আড়তে লুটতরাজ চালায় একটি ডাকাত দল। এ সময় তারা কোটি টাকা লুট করে নেয়।’সেই ঘটনায় নিহত হন বাজার সমিতির সভাপতি সোহরাব বেপারী (৬৫)।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ