পুলিশ প্রশাসন ও চৌকিদারদের পুরস্কার বিতরণ

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৬, ০৩:৩৮ পিএম

ময়মনসিংহ : সকলের মধ্যে ভাল কাজ করার প্রতিযোগীতামূলক মনোভাব সৃষ্টি করার লক্ষ্যে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যোগদান করার পর থেকেই ময়মনসিংহ বিভাগের পুলিশ প্রশাসনের মধ্যে পুরস্কার দেয়া চালু করেছেন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ নভেম্বর) সকালে ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে (অক্টোবর ২০১৬) পুরস্কারপ্রাপ্ত অফিসার, কনস্টেবল ও চৌকিদার/দফাদারদের পুরস্কৃত করে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- জামালপুর সদর সার্কেলের শ্রেষ্ঠ সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম মনিরুল ইসলাম, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ, জামালপুর থানার শ্রেষ্ঠ এস আই মো. মেহেদি হাসান, জামালপুর থানার শ্রেষ্ঠ এ এস আই মোশফিকুর রহমান, জামালপুর গোয়েন্দা পুলিশের শ্রেষ্ঠ ডিবি অফিসার এস আই মো. খায়রুল ইসলাম, ময়মনসিংহ কোতোয়ালী থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলদারী অফিসার এস আই মোস্তাফিজুর রহমান, নেত্রকোনা গোয়েন্দা পুলিশের (ডিবি) চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এস আই তাহের উদ্দিন খান, ময়মনসিংহ শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সার্জেন্ট সালমান খান, জামালপুর বকশীগঞ্জ থানার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার এস আই নয়ন দাস, ওয়াচার শেরপুর শ্রেষ্ঠ ডিএসবি কং/৩৩০ মো. আবুল কালাম, শেরপুর শ্রীবর্দী থানার কং/২২৬ শ্রেষ্ঠ কনস্টেবল মো. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ ফুলবাড়ীয়া  ১নং নাওগাঁও ইউনিয়নের শ্রেষ্ঠ চৌকিদার (১ম) মো. আবুল হোসেন, জামালপুর বকশীগঞ্জ ২নং বগারচর ইউনিয়নের শ্রেষ্ঠ দফাদার (২য়) মো. হাবিবুর রহমান, নেত্রকোনা কেন্দুয়া  ৫নং গন্ডা ইউনিয়নের শ্রেষ্ঠ চৌকিদার (৩য়) ইসলাম উদ্দিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ অতিরিক্ত (ডিআইজি) ড. মো. আক্কাস উদ্দিন ভূঁঞা, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, নেত্রকোনা জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর