হাঁসুয়া দিয়ে কুপিয়ে কৃষককে হত্যা

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৬, ০৯:১২ পিএম

রাজশাহী : রাজশাহীর বাগমারায় খুরশেদ আলম (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাড়িয়া ইউনিয়নের বড় মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খুরশেদ আলম ওই গ্রামেরই মৃত আজাহারের ছেলে।

বাড়িতে যাতাযাতের রাস্তা না দেয়াকে কেন্দ্র করে এ খুনের ঘটনা বলে পুলিশ জানিয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম হোসেন জানান, প্রতিবেশী আব্দুল খালেকের বাড়ির উঠান দিয়ে খুরশেদ আলমের বাড়িতে যাওয়ার রাস্তা। আব্দুল খালেক ওই রাস্তা ব্যবহার করতে দিবে না বলে বেড়া দিয়ে দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় খুরশেদ আলম ও আব্দুল খালেকের মধ্যে ঝগড়া শুরু হয়। এরই এক পর্যায়ে আব্দুল খালেক হাঁসুয়া দিয়ে খুরশেদ আলমের ঘাড়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই খুরশেদ আলম মারা যান।

ওসি আরো জানান, লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকলে কলেজে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত আব্দুল খালেক ঘটনার পরে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এছাড়াও এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম