আশুলিয়ার কারখানায় দগ্ধ আরও একজনের মৃত্যু

  • সাভার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৬, ১১:১৯ এএম

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার গ্যাস ম্যাচ কারখানায় আগুনে দগ্ধ মাহমুদা (১৯) নামে আরো একজন মারা গেছেন।

সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনে মাহমুদার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবোর কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৬ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে আঁখি আক্তার (১৪) ও রোকেয়া আক্তার রকি (১৯) নামে দুই জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে চারজন আইসিইউ, ছয়জন এসডিও এবং বাকিরা সাধারণ ওয়ার্ডে ভর্তি ছিলেন। ভর্তি হওয়াদের মধ্যে সোমবার (২৮ নভেম্বর) সকালে আরও একজন মারা গেলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ