রাজশাহী কলেজে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ: আহত ৫

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৬, ০১:৪৭ পিএম

রাজশাহী : রাজশাহী কলেজে ছাত্রলীগ এবং ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার  দিকে এ ঘটনা ঘটে। এতে সাধারণ শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কলেজ চত্ত্বর হতে ছাত্রলীগের মিছিল বের করা হয়। মিছিল থেকে ছাত্রদলকে উদ্দেশ্য করে উস্কানিমূলক স্লোগান দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রদল কর্মীরা এগিয়ে এলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ফুলার ভবনের পাশে বাগানে লাঠিসোটা নিয়ে প্রায় ২০ মিনিট দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দেখতে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান সেখানে পৌঁছালে তিনিও লাঞ্ছিত হন।

এছাড়াও এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীসহ পাঁচজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তবে, প্রাথমিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, দুই পক্ষের উত্তেজনার সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর