ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

  • কুষ্টিয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৬, ০৪:৩৯ পিএম

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় জেলা প্রশাসকের ইটপোড়ানো লাইসেন্স না থাকাসহ কাঠ পোড়ানোর দায়ে কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকার মেসার্স গড়াই ব্রীকসের সোহাগ হোসেনকে এক লাখ টাকা জরিমানা আদায় করে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকা ইটভাটায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেলা আক্তার এই রায় দেন।

তিনি জানান, জেলা প্রশাসকের ইটপোড়ানো লাইসেন্স ও কাঠ পোড়ানোর দায়ে মেসার্স গড়াই ব্রীকসের মালিককে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ধারা মোতাবেক এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট মিজানুর রহমান, পরিদর্শক আ. গফুর, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ দল এ সময় উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর