রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

  • যশোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৬, ০৬:৩০ পিএম

যশোর : মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে যশোর জেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে শহরের চিত্রামোড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, কবি ও সাংবাদিক ফখরে আলম, জাসদ (ইনু) জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক রায়, সিপিবি যশোর জেলা শাখার সভাপতি আবুল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, উদীচী যশোরের সহ-সভাপতি মাহাবুবুর রহমান মজনু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপকংর দাস রতন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য প্রমুখ।

এসময় বক্তারা, মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের উপর হামলার তীব্র নিন্দা জানান। এছাড়া নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘকে উদ্যোগ নেয়ার আহবান জানান। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম