শপথ নিলেন রাজশাহীর ১৫ ইউপি চেয়ারম্যান

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৬, ০৩:৪৭ পিএম

রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন। এ সময় স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর উপ-পরিচালক দেওয়ান শাহরিয়ার ফিরোজসহ জেলা প্রশাসকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগমারা উপজেলার ১৬ ইউপিতে গত ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৫ ইউপির চেয়ারম্যান শপথ গ্রহণ করলেন। বড়বিহানলী ইউপির গেজেট প্রকাশ না হওয়ায় সেখানকার চেয়ারম্যানকে শপথ করানো হয়নি। বড়বিহানলীতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুর রহমান মিলন।

শপথ নেয়া চেয়ারম্যানরা হলেন- সোনাডাঙ্গা ইউপির অধ্যক্ষ আজাহারুল হক (আ. লীগ), গোবিন্দপাড়ার বিজন সরকার (স্বতন্ত্র), নরদাশের ইঞ্জিনিয়ার আবদুল মতিন (বিএনপি), দ্বীপপুরের মকলেসুর রহমান দুলাল (আ. লীগ বিদ্রোহী), আউচপাড়ার সরদার জান মোহাম্মদ (আ. লীগ), শ্রীপুরের মকবুল হোসেন মৃধা (আ. লীগ), বাসুপাড়ার আবদুল জব্বার মণ্ডল (বিএনপি বিদ্রোহী) ও কাচারি কোয়ালিপাড়ার আয়েন উদ্দিন (আ. লীগ)।

এছাড়া শুভডাঙ্গার চেয়ারম্যান আবদুল হাকিম (আ. লীগ), মাড়িয়ার আাসলাম আলী আসকান (আ. লীগ), গণিপুরের অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু (বিএনপি), ঝিকড়ার আবদুল হামিদ ফৌজদার (আ. লীগ), গোয়ালকান্দির আলমগীর হোসেন সরকার (আ. লীগ), হামিরকুৎসার আনোয়ার হোসেন (আ. লীগ বিদ্রোহী) ও যোগীপাড়ার মোস্তফা কামাল (আ. লীগ) শপথ গ্রহণ করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর