৩৫তম বিসিএস

নন-ক্যাডারদের দ্রুত নিয়োগের দাবিতে স্মারকলিপি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৬, ০৮:২০ পিএম

রাজশাহী : ৩৫তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন রাজশাহী বিভাগের প্রার্থীরা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নানের কাছে তারা এই স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ক্যাডার পদে সুপারিশপ্রাপ্তত না হওয়া ৩ হাজার ৩৫৯ জন নন-ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা নিদারুন মানসিক কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছেন। বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তরে ৩৯ হাজার ৫৬৪টি প্রথম শ্রেণি ও ৩০ হাজার ৪২২টি দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদ খালি আছে। সেখানে ৩৫তম বিসিএসে নন-ক্যাডারদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।

এসময় প্রার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন, নাসরিন পারভীন, আরিফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মাহফুজা হক, আশরাফ সিদ্দকী প্রমুখ। বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান তাদের দাবির কথা শোনেন এবং স্মারকলিপি দ্রুত প্রধানমন্ত্রীর কাছে পৌছে দেয়ার আশ্বাস দেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম