ওসি প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৬, ০৪:৪৭ পিএম

মুন্সীগঞ্জ : বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ সন্ত্রাসী গ্রেপ্তারে অনীহা ও নিরাপরাধীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে মুন্সীগঞ্জের গজারিয়া থানার ওসি হেদায়াতুল ইসলাম ভূঞার অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে মহাসড়কে উভয় দিকে প্রায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, পরে পুলিশের হস্তক্ষেপে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে এলাকাবাসী।  প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে এলাকার সহস্রাধিক লোক অংশগ্রহণ করে।

এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে গজারিয়া থানার ওসি হেদায়াতুল ইসলাম ভূঞার প্রত্যাহার দাবি করেন তারা। পরে অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ, মো. মোস্তাফিজুর রহমানের আশ্বাসে মহাসড়ক থেকে নেমে যায় মানববন্ধনকারীরা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর