বিআরডিবির আঞ্চলিক সভা অনুষ্ঠিত

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৬, ০৪:৪১ পিএম

ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহসহ তিন জেলার কর্মকর্তাদের নিয়ে সমন্বিত দারিদ্র্যবিমোচন কর্মসূচি (সদাবিক)-এর মাধ্যমে ‘দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ কার্যক্রম জোরদারকরণ’ শীর্ষক আঞ্চলিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) সকালে নগরীর জেলা পরিষদ প্রাঙ্গণে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বিআরডিবি ঢাকা মো. আব্দুল কাইয়ুম, পরিচালক (সরেজমিন) বিআরডিবি ঢাকা স্বপন কুমার নাথ, যুগ্ম-পরিচালক বিআরডিবি ঢাকা মো. শামসুল আলম, বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সহ-সভাপতি বিপ্লব মাহমুদ উজ্জল, ফুলবাড়ীয়া উপজেলা কর্মকর্তা (বিআরডিবি) শরিফুল ইলাম প্রমুখ।

শীর্ষক আঞ্চলিক আলোচনা সভার আয়োজন করেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চল ও সভাপতিত্ব করেন, বিআরডিবি উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর