মা-মেয়েকে কুপিয়ে মালামাল লুট

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৬, ১০:২৫ পিএম

নাটোর : নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক গৃহবধূ ও তার দুই মেয়েকে মারপিট ও কুপিয়ে বাড়ির মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার একশিং তাড়াই গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- একশিং তাড়াই গ্রামের ইউনুস আলীর স্ত্রী কাজল বেগম (৪২), মেয়ে মিমি খাতুন (১৩) ও আয়েশা খাতুন(১৮)। এদের মধ্যে কাজল বেগম ও মেয়ে মিমিকে নাটোর সদর হাসপাতালে এবং অপর মেয়ে আয়েশাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ঢুকে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে মা ও দুই মেয়েকে আহত করেন। এসময় তারা চাল-ডালসহ বিভিন্ন মালামাল লুট করেন।

পূর্ব বিরোধের জের ধরে এঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম