লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৬, ০৬:৩৫ পিএম

লক্ষ্মীপুর : ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত অর্থদণ্ড, ভূমি উন্নয়ন কর গ্রহণ না করা এবং ১, ২ ও ৫ টাকার নোট ও কয়েন ব্যাংকে জমা না নেয়ার প্রতিবাদে আধাবেলা ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে ব্যবসায়ীরা।

সোমবার (৫ ডিসেম্বর) বণিক সমিতির আহ্বানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকান বন্ধ করে শহরে বিক্ষোভ মিছিল বের করে ব্যবসায়ীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহসহ সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ভ্রাম্যমাণ আদালত দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থদণ্ড বন্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, বাজারের ভূমি উন্নয়ন কর গ্রহণ করছে না ভূমি অফিস। এতে ব্যবসায়ীরা ব্যাংক ও বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিতে পারছে না। এছাড়াও ব্যাংকে ১, ২ ও ৫ টাকার নোট ও কয়েন গ্রহণ না করায় বিপাকে পড়ছে ব্যবসায়ীরা।

পরে এসব দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ী নেতারা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর