অর্থনৈতিক শুমারি বইয়ের মোড়ক উন্মোচন

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০১৬, ০৯:১৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জ: অর্থনৈতিক শুমারি জেলা রিপোর্ট প্রকাশনা সেমিনারে চাঁপাইনবাবগঞ্জ জেলার রিপোর্ট প্রকাশনা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আবু জাফরের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুর রহমান খান, ন্যাশনাল একাউন্টিং উইং এর উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন সরকার, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোছা. উম্মে কুলছুম, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, জেলা যুব উন্নয়ন অফিসার নহির উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা শামছুল আলম শাহ, মুসফিকুর রহমান, সদর উপজেলা পরিসংখ্যান অফিসার মাহমুদা খাতুন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান (ঝালু)।

এছাড়া সেমিনারে অন্যান্যদের মধ্যে আরো অংশ নেয়, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী, শিক্ষক, বিভিন্ন সরকারি অফিস প্রধানরা।

প্রকাশনায় ২০১৩ সাল পর্যন্ত দেয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনৈতিক বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। পরিসংখ্যান বিভাগের বিভিন্ন দিক ও জেলার বিভিন্ন দপ্তরের তথ্য তুলে ধরেন, জেলা পরিসংখান অফিসের উপ-পরিচালক মোছা. উম্মে কুলছুম।

প্রধান অতিথি বলেন, অর্থনৈতিক শুমারী জেলা রিপোর্ট প্রকাশনায় জেলার মানুষ উপকৃত হবে। এই প্রকাশনার মাধ্যমে বিভিন্ন তথ্য সম্পর্কে জেনে প্রয়োজনীয় সুবিধা ভোগ করতে পারবে এবং কোন সমস্যা থাকলে সেটাও সমাধানে এগিয়ে আসবে।

তিনি আরো বলেন, কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। বর্তমানে দেশে কৃষিসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন ঘটছে। মানুষের মাথাপিচু আয় বেড়েছে। যে কোন দেশের জন্য আদম শুমারি খুবই গুরুত্বপূর্ন। দেশ এগিয়ে যাচ্ছে, খুব কম সময়ের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে।

এসময় চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে সকলের সহযোগিতা কমনা করেন বক্তারা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম