নদীতে খাঁচায় মাছ চাষের তাগিদ দিলেন প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৬, ০৫:৪১ পিএম

রাজশাহী: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছেন, সকল নদীতে খাঁচায় মাছ চাষ হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করা সম্ভব। শনিবার (৩১ ডিসেম্বর) রাজশাহীর গোদাগাড়ীতে কার্প ও সিবিজি (খাঁচায় মাছচাষ) পরিদর্শন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশকে মৎস্য চাষে সমৃদ্ধ করতে একটি জলাশয়ও ফেলে রাখা যাবে না। বর্তমান সরকার চাঁদপুরের ডাকাতিয়া নদীতে প্রথম সিবিজি (খাঁচায় মাছ চাষ) সফল হয়। তারই ধারাবাহিকতায় গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে খাঁচায় মাছ চাষও আজ দেখলাম সফল হয়েছে। এ ভাবে মাছ চাষ করে বেকার যুবকরা নিজেদের আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তুলতে পারবে।

ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার পিরিজপুরে কার্প মিশ্রচাষ পদ্মা নদীতে সিবিজি (খাঁচায় মাছ চাষ) পরিদর্শন শেষে মৎস্য চাষিদের উদ্যেশ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসাবে প্রকল্প পরিচালক ড. জোয়ার্দার মোহাম্মদ আনোয়ারুল হক, বিভাগিয় উপ-পরিচালক আব্দুল ওয়দুদ, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা সুবাস চন্দ্র, উপ-প্রকল্প পরিচালক রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার শামশুল করিম, সহকারী মৎস্য কর্মকর্তা মাইনূর হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও  পদ্মা ফিস কেয়ারের সভাপতি শফিউল ইসলাম মুক্তা।


সোনালীনিউজ/ঢাকা/আকন