যশোরে জাতীয় ছাত্রসমাজের প্রথম সম্মেলন অনুষ্ঠিত

  • যশোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৭, ১০:০৯ পিএম

যশোর: যশোর জেলা জাতীয় ছাত্র সমাজের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

জাতীয় সংগীত পরিবেশনার সাথে জাতীয় ও সংগঠন পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড়িয়ে এ সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, সহসভাপতি মোড়ল জিয়াউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দীন।

জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক সালাউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক নোমান মিয়া, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিনহাজুল আরেফিন, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান।

বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চল, জাতীয় ছাত্র সমাজের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, কেন্দ্রীয কমিটির সদস্য জাকির হোসেন বাবু, যশোর সরকারি এমএম কলেজ শাখার সদস্য সচিব আব্দুর রশিদসহ যশোরের বিভিন্ন উপজেলার জাতীয় ছাত্র সমাজের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। সভা পরিচালনা করেন জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান ও সদস্য সচিব সুজিত পাল।

সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে যশোর জেলা জাতীয় ছাত্র সমাজের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন