বড়াইগ্রামে মহিলা বিশ্ব ইজতেমা শুরু ২৪ জানুয়ারি

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৭, ০২:০৩ পিএম

নাটোর : বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে আগামী ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি ১১তম মহিলা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যেই ইজতেমার প্যান্ডেল তৈরির কাজসহ এলাকায় ব্যাপক পোস্টারিং ও লিফলেট বিলির কাজ শুরু হয়েছে। ইজতেমার আয়োজক আলহাজ শের আলী শেখ জানান, প্রথম দিন আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন যথাক্রমে পীরজাদা মাওলানা আব্দুল্লাহিল কাফি, আলহাজ মাওলানা আমজাদ হোসেন জিহাদী ও মাওলানা আব্দুল কাদের জিহাদী।

এছাড়া দ্বিতীয় দিন রংপুর থেকে আগত ৮ বছর বয়সী শিশু বক্তা মো. আলিফ ও শেষ দিনে ভারতের নদীয়া থেকে আগত মাওলানা মাহবুব আলমসহ প্রতিদিনই ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন এলাকার নারী ও পুরুষ বক্তারা আলোচনা রাখবেন। শেষ দিন বিকালে আখেরি মোনাজাত করবেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ড. হাফিজা নাসির। দূরাগত নারীদের জন্য কলেজের মহিলা হোস্টেলে নিরাপদ পরিবেশে রাত্রীযাপন ও খাওয়ার ব্যবস্থা করা হবে। সমাপনী দিনে ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করছেন আয়োজক কর্তৃপক্ষ। বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান বলেন, ইজতেমার নিরাপত্তা বিধানে পুরুষদের পাশাপাশি পর্যাপ্ত পোশাকধারী ও সাদা পোশাকে নারী পুলিশ থাকবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর