সৈয়দপুরে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে চুরি

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৭, ০৬:০৫ পিএম

নারায়ণগঞ্জ : সদর উপজেলার সৈয়দপুরে অবস্থিত বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালা ভেঙ্গে ১৩টি ল্যাপটপ, ১টি প্রিন্টার ও ১টি স্ক্যানারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। তবে কখন, কিভাবে সেগুলো চুরি হয়েছে তার কিছুই জানাতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে স্কুলের প্রধান শিক্ষকসহ স্কুলের শিক্ষক ও কর্মচারীরা বিদ্যালয়ে এসে ল্যাবের দরজার তালা ভাঙ্গা দেখে ভেতরে প্রবেশ করে চুরি যাওয়ার দৃশ্য দেখতে পান।

স্কুলের প্রধান শিক্ষক তোফায়েল হোসেন জানান, স্কুল ৭ দিন বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে স্কুলের এক কর্মচারী আমাকে ফোন করে জানায়, ল্যাবের দরজার তালা ভাঙ্গা। পরে আমি দ্রুত বিদ্যালয়ে আসলে সিনিয়র শিক্ষকদের নিয়ে ল্যাবে প্রবেশ করে দেখতে পাই প্রতিটি ড্রয়ারের তালা ভেঙ্গে আমাদের ১৩টি ল্যাপটপ, ১টি প্রিন্টার ও ১টি স্ক্যানারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

সদর থানা পুলিশের ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর