কালিয়াকৈরে কলোনিতে আগুন

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৭, ০৫:৪৬ পিএম
প্রতীকী ছবি

গাজীপুর : কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মৌচাক কামরাঙ্গীরচালা এলাকায় ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মৌচাক কামরাঙ্গীরচালা এলাকায় মো. আলী হোসেনের টিনশেডের একটি কলোনিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন মুহূর্তের মধ্যে পাশের ঘরে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি আরও জানান, আগুনে পুড়ে ওই কলোনির পায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুই লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর