চলনবিলে পুরোদমে চলছে বোরো আবাদ

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৭, ১০:১৫ পিএম

নাটোর: চলনবিল অঞ্চলে কৃষকরা এবার বোরো আবাদের প্রস্তুতি গ্রহণ করছেন। আমন মৌসুমের পরই শুরু হয়েছে বোরো মৌসুম। কৃষকের কোন ফুসরত নেই।

এ অঞ্চলের কৃষকের কাঙ্খিত ফসল বোরো। যাকে বলা হয় ইরি ধান। ইতোমধ্যে সেই ইরি ধান আবাদের প্রস্তুতি শুরু হয়েছে। চলছে ইরি-বোরো ধানের বীজতলা তৈরি ও পরিচর্যার কাজ। নদীর কিনারা, বিলের ধার, সড়কের পাশে ও বাড়ির আঙিনায় চলছে বীজতলা তৈরির কাজ। প্রতি বছরই বোরো মৌসুমে চাষীরা চারা ও বিদ্যুৎ সংকটে পড়েন।

সিংড়া উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানান, চলতি মৌসুমে সিংড়ায় বোরো মৌসুমে ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৫শ’ ৪৪ হেক্টর, তারমধ্যে ৯’শ ২০ হেক্টর হাইব্রিড ও ৩৫ হাজার ৬শ’ ২৪ হেক্টর উপশী। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো আবাদ হবে বলে আশা করছে কৃষি বিভাগ।


সোনালীনিউজ/ঢাকা/আকন