বসতবাড়ি ফসলি জমি বাঁচানোর দাবিতে মানববন্ধন

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৭, ০৬:২০ পিএম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন করা হয়। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের তিন শতাধিক নারী-পুরুষ তাদের বসতবাড়ি ও ফসলি জমি বাঁচানোর দাবিতে সুর চর খালের তীরে এই মানববন্ধন করে।

মানববন্ধনে ভোক্তভুগীরা অভিযোগ করে বলেন, গেল চার মাস ধরে একটি প্রভাবশালী মহল খাল থেকে অবাধে বালু কেটে নেয়ার পলে তাদের আট শতাধিক বসতবাড়ি এখন ঝুঁকির মুখে এবং দেড় শত বিঘা ফসলি জমির মধ্যে অধিকাংশই দেবে গেছে। অচিরেই এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে পুরোপুরি ভাবে তিনটি গ্রাম বিলীন হয়ে যাবার আশঙ্কা করছেন তাঁরা।

এসময় ভুক্তভোগীরা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম